মুহাম্মদ সা: বলছেন,কালোজিরা সকল রোগের ওষুধ,তাহলে ক্যান্সারের রোগীকে কালোজিরা খাওয়ানো হয়না কেন?


আরিফুল ইসলাম | Published: 2017-09-23 19:09:32 BdST | Updated: 2024-10-13 22:17:18 BdST

আরিফুল ইসলামঃ একটা বক্স হাতে FBS এর দিকে আরজুকে যেতে দেখলাম।ডাক দেবার পর থামলে জিজ্ঞেস করি,কই যাচ্ছিস?
আরজু বললো,ক্যান্সার আক্রান্ত এক মায়ের জন্য টাকা তুলতে যাচ্ছে সে।
এরকম জনহিতকর কাজে সবসময়ই এগিয়ে আসে আরজু,তবে কাউকে বলেনা,এমনকি আমাকেও যেতে বলেনা।ভাবলাম এমনিতেই তো ফ্রি আছি,তাই আরজুর সাথে গেলাম এক ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য টাকা তুলতে।
সবার কাছে গিয়ে ঐ অসুস্থ মায়ের দূর্দশার কথা বলতে থাকলাম।যে যেরকম পারছে দানবক্সে টাকা দিচ্ছে,কেউ ১০ টাকা,কেউ ২০ টাকা,আবার একটু আগে একজন ১০০০ টাকারও একটা নোট দিলেন।
ডাকসুর সামনে যেতে বিপ্লব ভাইকে দেখলাম।সিগারেটের ধূয়া আকাশের দিকে ছেড়ে ঐ ধোয়ার দিকে তাকিয়ে আছেন।
বিপ্লব ভাইয়ের কাছে গিয়ে একটু কথাবার্তা বলে ক্যান্সার আক্রান্ত ঐ মায়ের জন্য টাকা চাইলাম।
বিপ্লব ভাই হেসে বললেন, "এই ১০ লক্ষ টাকা তুলে আর কী করবা তার চেয়ে বরং ঐ মা'কে সামান্য কালোজিরা খাওয়াও।ঠিক হয়ে যাবেন।"
এরকম মুহূর্তে বিপ্লব ভাইয়ের মজা নেওয়া দেখে আমার কিছুটা বিরক্ত লাগলো,বেচারা সিচুয়েশনও বুঝেননা।বিরক্তির সুরে বললাম, "ভাই এগুলো কি বলছেন,ক্যান্সার হইছে এর মধ্যে কালোজিরা খাইয়ে কি হবে?
বিপ্লব ভাই হাসলেন,হাসি থামিয়ে বললেন, "তোমাদের নবী নাকি বলছেন কালোজিরা সকল রোগের ওষুধ (!)তাহলে আবার টাকা তুলে ক্যান্সার রোগীদের সাহায্য করার দরকার কি?কালোজিরা খাওয়ালেই তো হয়।"
বিপ্লব ভাই যেটা বলছেন,সেটাতো আসলেই সত্যি।ছোটবেলায় এরকম ওয়াজ শুনেছিলাম যে,কালোজিরা খাইলে সব রোগ কমে যায়,তাহলে ক্যান্সার রোগীকে কালোজিরা খাওয়ানো হয়না কেন?নাকি এই হাদীসটি অযৌক্তিক!
আরজু বিপ্লব ভাইকে পাল্টা জিজ্ঞেস করলো, "আচ্ছা ভাই,আপনি কি এই হাদীসটা কোনো হাদীস গ্রন্থ থেকে পড়েছেন,কিংবা কোনো হাদীসের এপস থেকে পড়েছেন?"
বিপ্লব ভাই অনেকটা রেগে গিয়ে বললেন, "তার মানে,আমি কি মিথ্যা বলছি? এটা সহীহ বুখারীর হাদীস।"
আরজু বললো, "ভাই আমি ঐটা বলিনি,হাদীসটা সহীহ না জাল।আমি জিজ্ঞেস করছি এই হাদীসটা আপনি কোথায় থেকে জানছেন? মুক্তমনা ব্লগ থেকে নাকি হাদীসের বই থেকে?"
বিপ্লব ভাইয়ের কন্ঠ এখন একটু নরম হলো,তিনি বললেন, "আমি ব্লগ থেকে জানছি।"
আরজু হাসলো, "আমি জানতাম এরকমই হবে।আপনারা হাদীস শিখেন মুক্তমনা ব্লগে ঢুকে,হাদীসের এতগুলো বই বাদ দিয়ে যেখানে ইসলামের বিদ্বেষী লেখালেখি হয় সেখানে যান।হাদীস শিখতে।"
আরজুর কথাশুনে বিপ্লব ভাই সত্যি সত্যি রেগে গেলেন,আরজুকে শাসিয়ে বললেন, "হইছে হইছে এবার আমার প্রশ্নের উত্তর দাও।ক্যান্সার রোগীকে তোমাদের নবীর কথামতো কালোজিরা খাওয়াও না কেন?"
আরজু বললো,"আপনার বলা মিথ্যা হাদীসটির সংশোধন আগে করে নেই।নবী সা: বলেছেন,কালোজিরা সাম ব্যতীত সকল রোগের উপশম (healing)। সাম মানে হলো মৃত্যু।(বুখারী: ৫৬৮৮,তিরমিযী ২০৪১,ইবনু মাজাহ ৩৪৪৭)।
ভালো করে দেখুন এখানে ওষুধ বলা হয়নি,বলা হয়েছে উপশম/healing ।এখন বলুন উপশম আর ওষুধ কি এক হয়?"
নিজের ভূয়া তথ্যের জালে নিজেই আটকে গিয়ে বিপ্লব ভাইয়ের মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছেনা।
আরজু বলে চললো, "তবে কালোজিরাতে এমন সব উপাদান আছে যা ক্যান্সার সহ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।চিকিৎসা বিজ্ঞানীদের পথপ্রদর্শক ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ 'কানুন ফিত তিবব' (Canon Of Medicine) গ্রন্থে বলেছেন,কালোজিরা দেহের প্রাণশক্তি বাড়ায় এবং এর মধ্যে শতাধিক পুষ্টি উপাদান রয়েছে যার মধ্যে ২১ শতাংশ প্রোটিন,৩৮ শতাংশ শর্করা,স্নেহ পদার্থ ৩৫ শতাংশ এবং বাকি অংশ ভিটামিন ও খনিজ।"
বিপ্লব ভাই বললেন,এগুলো তো তোমদের নবীর হাদীস ডিফেন্স করতে গিয়ে মুসলিম বিজ্ঞানীর কথা।তিনি তো কালোজিরার পক্ষেই সাফাই গাইবেন।
আরজু হাসলো,"আপনাদের নিয়ে পারিও না!আমেরিকার বিখ্যাত ডাক্তার জোসেফ মেরকোলার (Joseph Mercola) নাম শুনছেন?"
বিপ্লব ভাই না সূচক মাথা নাড়লেন।
আরজু বলে চললো,উনি হলেন আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার। Fat for fuel:A Revolution, The No-Grain Diet এরকম কয়টি বিখ্যাত বইও লিখেন।
কালোজিরা নিয়ে ৬৫০ টা রিসার্চ করা হয় উনার অধীনে।এই রিসার্চ এর সমাপ্তীতে তিনি বলেন,কালোজিরার মধ্যে ফার্মাকোলজিকাল কমপক্ষে ২০ টা উপাদান আছে।
তারমধ্যে থাইমোকুইনইন (Thymoquinone) হলো এন্টি-ক্যান্সারের জন্য ব্যবহৃত উপাদান।
কালোজিরার মধ্যে এই থাইমোকুইনইন উপাদানটি পাওয়া যায়।
অক্সিডিটিভ স্ট্রিস (Oxidative Stress) ডায়াবেটিস নিরোময়ে ব্যবহৃত হয়।
কালোজিরার মধ্যে এই উপাদানটি ও পাওয়া যায়।
বিপ্লব ভাইয়ের হাতের সিগারেটের শেষ টান দিলেন।
আরজু বললো, "নবী সা: বলেননি রোগ হলে কালোজিরা খেতে,তিনি বলেছেন কালোজিরা খেতে যাতে সেটি রোগ প্রতিরোধ শক্তিকে আরো শক্তিশালী করে।কিন্ত হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে আপনি বলছেন ওষুধের কথা!"
সিগারেট ফেলে দিয়ে বিপ্লব ভাই পকেট থেকে ১০ টাকা বের করে দানবক্সে রাখলেন।
আমি বললাম,বিপ্লব ভাই!সিগারেটের পকেটে কিন্ত লেখা আছে,'Smoking causes Cancer'
তাই ধূমপান ও করুন,কালোজিরাও খান।
আমার কৌতুক শুনে বিপ্লব ভাই হাসলেন।
আমরা চললাম পরবর্তী জনের কাছে,
"ভাই,আমাদের বন্ধুর মা ক্যান্সারে আক্রান্ত,একটু যদি সাহায্য করতেন..."

লেখক ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী 

 

এমএসএল