সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ


স্কলারশিপ টাইমস | Published: 2017-10-07 16:06:09 BdST | Updated: 2024-10-10 08:09:25 BdST

সৌদি আরবের খ্যাত নামা একটি বিশ্ববিদ্যালয় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি শিক্ষার্থীরাও এখানে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে শিক্ষার্থীরা এ স্কলারশিপ পাবেন। যে সব বিষয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হল-

বিজ্ঞান অনুষদ: বিজ্ঞান অনুষদের অধীনে বিদেশী শিক্ষার্থীরা জীববিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি স্কালারশিপের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

প্রকৌশ অনুষদ: সিভিল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজালিনেশন, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইলেকক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং।

আবহাওয়া বিজ্ঞান অনুষদ: এনভায়রনমেন্ট এরিড ল্যান্ড এগ্রিকালচার, এরিড ল্যান্ড এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেটেরিওনলজি, হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট।

আর্থ সায়েন্স অনুষদ: মিনারেল রিসোর্স এন্ড রক্স, ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্টাল জিওলজি।

সমুদ্র বিজ্ঞান অনুষদ: ম্যারিন বায়োলজি, ম্যারিন ফিজিক্স, ম্যারিন কেমেস্ট্রি, ম্যারিন জিওলজি।

ফ্যাকাল্টি অব এনভায়রনমেন্টাল ডিজাইন: আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং, ফ্যাকাল্টি অব কম্পিউটিং এন্ড ইনফরমেশন টেকনোলজি ও কম্পিউটার সায়েন্স।

স্কলারশিপের আওতাধীন সুবিধাসমূহ:

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনাবেতনে লেখাপড়ার সুযোগরে পাশাপাশি ফ্রি থাকা-খাওয়ার সুবিধা পাবেন। পাশাপাশি মাসিক এক হাজার নয়শ’ রিয়াল বৃত্তি পাবেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার টাকা। সেই সাথে প্রতি বছর তিনমাস ছুটি এবং নিজ নিজ দেশে আসা-যাওয়ার জন্য বিমানের টিকেট, ভর্তির পর এককালীন এক হাজার ৮০০ রিয়াল এবং মেডিকেল সুযোগ সুবিধা। বিবাহিত ছাত্ররা সপরিবারে সৌদিতে বসবারে সুযোগ পাবেন। এজন্য বিবাহিত শিক্ষার্থীদেরকে প্রতি বছর আলাদা ১০ হাজার রিয়াল করে প্রদান করা হবে।

এছাড়া থিসিস প্রিন্টের জন্য ৪ হাজার রিয়াল ও সর্বশেষ বই পুস্তক দেশে পাঠানোর জন্য দুই হাজার ৭শ’ রিয়াল দেয়া হবে শিক্ষার্থীদের।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:

অনার্সের জন্য:

১. এস.এইচ.সি/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট।

২. পাসপোর্ট (কম পক্ষে এক বছরের মেয়াদ)।

৩. পাসপোর্ট সাইজের ছবি।

৪. দুজন শিক্ষক থেকে প্রসংশা পত্র।

৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।

৬. বায়োডাটা।

৭. বয়স সীমা ১৭-২৫ বছর।

 

মাস্টার্সের জন্য:
১. অনার্স/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট।

২. পাসপোর্ট (কম পক্ষে এক বছরের মেয়াদ)।

৩. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।

৪. দুজন শিক্ষক থেকে প্রসংশা পত্র।

৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।

৬. বায়োডাটা।

৭. পারপাজ লেটার (এখানে কেন পড়তে ইচ্ছুক তার বিবরণ দিয়ে এক পৃষ্ঠার লেটার)।

৮. টোফেল/আইইএলটিএস এর সার্টিফিকেট (যদি থাকে)।

৯. বয়স সীমা ৩০ বছর।

 

পিএইচডির জন্য:
১. মাস্টার্স/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট।

২. পাসপোর্ট (কম পক্ষে এক বছরের মেয়াদ)।

৩. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।

৪. দু’জন শিক্ষক থেকে প্রসংশা পত্র।

৫. সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল ফিটনেসের সনদ।

৬. বায়োডাটা।

৭. পারপাজ লেটার (এখানে কেন পড়তে ইচ্ছুক তার বিবরণ দিয়ে এক পৃষ্ঠার লেটার)।

৮. টোফেল/আইইএলটিএস এর সার্টিফিকেট (যদি থাকে)।

৯. যে ডিপার্টমেন্টে ভর্তি ইচ্ছুক ক্রম অনযায়ী তার তালিকা

১০. বয়স সীমা ৩৫ বছর।

কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হকের ই-মেইলে ঠিকানায় আবেদন পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা ([email protected][email protected])।

অাবেদনের শেষ সময়:
আগ্রহী প্রার্থীরা চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএস/ ০৭ অক্টোবর ২০১৭