কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ বৃত্তি


Desk report | Published: 2023-11-15 17:32:13 BdST | Updated: 2024-05-03 09:32:00 BdST

উচ্চশিক্ষায় সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো বেশ এগিয়ে। তাই তো বহু আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেখানে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ। এটি সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। এই বৃত্তিটি পেলে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা মাস্টার্স প্রোগ্রামের জন্য:

আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ বা তার বেশি থাকতে হবে।
আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য

পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
আন্তর্জাতিক আবেদনকারীদের ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
পাশাপাশি ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

এমবিএ প্রোগ্রামের জন্য

আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক প্রোগ্রাম সম্পূর্ণ করতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
জিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ বা সমতুল্য থাকতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীদের কলেজ স্তরের পাঠ্যক্রমে ক্যালকুলাস থাকতে হবে।
আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন—ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।
আবেদনকারীদের কমপক্ষে এক বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
কিং ফাহাদ ইউনিভার্সিটির ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারদের প্রতি মাসে একটি মাসিক উপবৃত্তি প্রদান করবে।
কিং ফাহাদ ইউনিভার্সিটির বৃত্তি পেলে শিক্ষার্থীরা বিনা মূল্যে থাকতে পারবেন।
বৃত্তিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রাথমিক চিকিৎসাসেবা এবং ভর্তুকিযুক্ত খাবারও দেওয়া হবে।
আবেদনকারীরাও তাদের প্রজেক্ট বা প্রকল্পের তহবিল পাবেন।
এ ছাড়া এককালীন রিটার্ন টিকেট তো থাকছেই।

যেসব বিষয়ে পড়া যাবে
বায়ো-ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যবসায় প্রশাসন, বিজনেস অ্যানালাইটিকস, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিকস, রসায়ন, কম্পিউটার প্রকৌশল, অ্যাকাউন্টিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল, মানবসম্পদ ব্যবস্থাপনা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মডেলিং অ্যান্ড সিমুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স, কোয়ান্টাম কম্পিউটিংসহ অনেক বিষয়ে অধ্যয়ন করা যাবে।

আবেদন প্রক্রিয়া
সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক। বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করুন এবং আপনার আগ্রহের প্রোগ্রাম নির্বাচন করুন। ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৩। বিস্তারিত জানা যাবে— এখানে।