বিয়ে করলেন ক্রিকেটার তাসকিন আহমেদ


টাইমস ডেস্ক | Published: 2017-11-01 06:19:01 BdST | Updated: 2024-10-14 04:17:57 BdST

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারসহ তাসকিনের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জাতীয় দলের একজন ক্রিকেটার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে দক্ষিণ আফ্রিকা সফর শেষে সোমবার দেশে ফেরেন তাসকিন আহমেদ।

জানা গেছে, তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছর ধরে তাদের বন্ধুত্ব। দুজনের বাসাই মোহাম্মদপুরে।

এক বছর আগে ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল হয়।

টিআর/ ০১ নভেম্বর ২০১৭