প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে উবারে করেই গেলেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার রাতে তারা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি ক্যাম্পাস টাইমস কে নিশ্চিত করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। যিনি সর্বাধিক ভোটে ডাকসুর এজিএস নির্বাচিত হয়েছিলেন।
বিভিন্ন সময়ে ছাত্রলীগের যারাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হতেন পরক্ষনেই চলতেন বিলাসবহুল গাড়িতে, বিষয়টি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হত।
সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পরেও বিলাসবহুল গাড়িতে ওঠেননি নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য । তারা কর্মীদের বাইকে করেই চলাফেরা করছেন এবং হলেই বসবাস করছেন। প্রটোকল নিয়ে ঘুরছেন না।
বিষয়টির প্রশংসা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা বলছেন, এ স্বাভাবিক জীবন-যাপন তাদেরকে অব্যাহত রাখতে হবে। তারা যদি আগের ধারা অনুসরণ করেন তাহলে তাদেরও অবস্থা পূর্বের ন্যায় হবে বলে শঙ্কা সাধারণ শিক্ষার্থীদের।
এই চার নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্বাভাবিকভাবেই জীবন যাপন করবেন।
এদিকে ঢাবি ছাত্রলীগের দায়িত্ব নেয়ার পরে এখনো পর্যন্ত সঞ্চিত এবং সাদ্দামের বিষয়ে কোন ধরনের অনৈতিক সংবাদ কোন সংবাদমাধ্যমে আসেনি এবং শিক্ষার্থীরা অনুসন্ধান করে পাচ্ছেন না।
জানা গেছে, নাহিয়ান খান জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভদ্র মার্জিত এবং মননশীল রাজনীতির চিন্তার অধিকারী হিসেবে পরিচিত।
সাক্ষাতে সবার মাঝে আস্থা বিশ্বাস অর্জন করতে ছাত্রলীগকে সততা,আদর্শ নিয়ে সংযমের সাথে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের ইমেজ বাড়াতে হবে। নীতি আদর্শ নিয়ে চলতে হবে।
ইমেজ সংকটের কারনে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী কে সংগঠন থেকে বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।