ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের দুইদিনের কর্মসূচি


Dhaka | Published: 2022-05-27 07:22:22 BdST | Updated: 2024-04-27 02:43:47 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আকতার হোসেন।

তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে ছাত্রলীগ পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হন।

এই হামলার প্রতিবাদে আগামী ২৮ মে (শনিবার) সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এবং ২৯ মে উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।