কল্যাণধর্মী রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তি প্রস্তর হচ্ছে এবারের বাজেট


Dhaka | Published: 2023-06-02 01:38:16 BdST | Updated: 2024-04-20 18:18:24 BdST

সদ্য ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে স্মার্ট বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১ জুন ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ আয়োজিত এক কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, আমাদের স্মার্ট জেনারেশন যে ধরনের বাজেটের স্বপ্ন দেখেছে, যে স্মার্ট রাষ্ট্রের স্বপ্ন দেখছে সেই জায়গা থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে এই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পদযাত্রায় প্রথম বাজেটকে আমরা স্মার্ট বাজেট হিসেবে ঘোষণা করছি।

সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মের স্মার্ট বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন রয়েছে সেটির জন্য একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই বাজেট। আমি মনে করি আমরা যে কল্যাণধর্মী রাষ্ট্রের কথা ভাবি, সেই কল্যাণধর্মী রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তি প্রস্তর হচ্ছে এবারের বাজেট।

সাদ্দাম হোসেন বলেন, এবারের বাজেটে আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। দেশরত্ন শেখ হাসিনা কিছুদিন আগে আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের ভিশন এবং মিশন উপস্থাপন করেছেন। যেটি আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোড়িত করেছে। সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে এই বাংলাদেশ যেন টেইক জায়েন্ট হতে পারে, আমাদের ছেলে মেয়েরা যেন অল্প বয়সে মিলিওনিয়ার, বিলিওনিয়ার হতে পারে, আমরা যেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্যোক্তা হতে পারি, ব্যবসায়ী হতে পারি, কর্মসৃজন নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশ যেন আগামী দিনে আমাদের যে ডিজিটাল বিপ্লব রয়েছে সেই ডিজিটাল বিপ্লব গড়ার পথে আমাদের প্রযুক্তির অন্যতম আশ্রয়স্থল হাবে যেন পরিণত হতে পারে সেটিই প্রতিধ্বনিত হয়েছে এবারের এই বাজেটের মাধ্যমে।

স্মার্ট বাংলাদেশ গড়ার পর এটিই আওয়ামী লীগ সরকারের প্রথম গণমুখী বাজেট বলে মন্তব্য করেন সাদ্দাম হোসেন। তিনি বলেন, বাজেটে যেন গণমানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, এই বাজেটে যেন তৃণমূলের অংশীদারিত্ব নিশ্চিত হয়, এই বাজেট যেন ইনক্লুসিভ হয় এবং আমাদের সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়- এরকম নানা মুখী চ্যালেঞ্জ রয়েছে একটি বাজেটে। আমরা মনে করি যে শেখ হাসিনা সরকারের এই বাজেট চ্যালেঞ্জের সকল সূচকে সাফল্যের পরিচয় দিয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য তরুণ প্রজন্মের নিকট আহ্বান জানান সাদ্দাম।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কোবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।