যুক্তরাষ্ট্রে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী আটক


Dhaka | Published: 2023-09-19 05:11:53 BdST | Updated: 2024-05-03 20:12:59 BdST

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিলে বিএনপি কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন ছাত্রলীগের নেতা ফিদা হোসেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জে এফ কে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে গেলে প্রোগাম শেষ করে ফিরে যাওয়ার পথে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় ফিদা হোসেন তার মুঠোফোনে এয়ারপোর্টের সার্বিক ভিডিও ধারণ করছিলেন। এমতাবস্থায় বিএনপি জামাতের নেতা-কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হন ফিদা হোসেন।

তিনি বলেন, এ সময় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার পাঠান বাপ্পী এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হাসনাত সাকিব এসে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের প্রতিহত করে আমাকে রক্ষা করেন।এমতবস্থায় বিএনপি-জামাতের সকল সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে যখন আমাদের উপর আবার একযোগে হামলা চালাতে আসে তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং পুলিশ ভিডিও দেখে নিশ্চিত হয় আমি বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে শিকার। তখন পুলিশ বিএনপির একজন হামলাকারীরে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে এবং বাকি দুইজন হামলাকারী পালিয়ে যায়।