প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কুয়েট ছাত্রলীগের আনন্দ মিছিল


Desk report | Published: 2023-11-12 10:51:56 BdST | Updated: 2024-09-15 19:54:33 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ আনন্দ মিছিল বের করেন।

মিছিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস এবং ফুলবাড়ীগেট প্রদক্ষিণ শেষে দুর্বার বাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ কে এম. নিবিড় রেজা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।