ছাত্রলীগ সভাপতি ও স্কটিশ এমপিদের সৌজন্য সাক্ষাৎ


Dhaka | Published: 2023-11-21 13:38:56 BdST | Updated: 2024-04-30 11:56:16 BdST

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও বাংলাদেশে সফররত স্কটিশ এমপিদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সোমবার রাতে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

এই সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ও সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ফয়সল চৌধুরী এমবিই এমএসপিকে দুই দেশের মধ্যে 'এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম' করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ও স্থানীয় সরকার, গৃহায়ন ও সামাজিক ন্যায়বিচারের ছায়া মন্ত্রিপরিষদ সচিব মাইলস ব্রিগস এমএসপি। জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান-সদস্য, সিপিজি বাংলাদেশ, ব্যারিস্টার মোঃ লুফতুর রহমান, এফসিআইএলএক্স, সদস্য, সিপিজি বাংলাদেশ প্রমুখ।

বাংলাদেশ ছাত্রলীগ থেকে সভাপতির সাথে ছিলেন আন্তর্জাতিক সম্পাদক আকিব মুহাম্মদ ফুয়াদ এবং উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন-উজ্জামান।

এর আগেস্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের ছয় সদস্যের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধিত্বকারী দলটির নেতৃত্ব দেন।