কুয়েটের চারটি হলে ভেন্ডিং মেশিন সেবা চালু করল ছাত্রলীগ


কুয়েট প্রতিনিধি | Published: 2023-11-22 22:19:50 BdST | Updated: 2024-04-30 12:57:20 BdST

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলগুলোতে ব্যতিক্রমী সেবা চালু করেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। সদ্য অনুমোদনপ্রাপ্ত ছাত্রলীগের কমিটির উদ্যোগে কুয়েটের চারটি হলে আধুনিক ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) রাতে হলগুলোতে এই মেশিন স্থাপনসহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে করে হলের শিক্ষার্থীরা চব্বিশ ঘণ্টা ভেন্ডিং মেশিনের মাধ্যমে কোমল পানীয়, কোল্ড ড্রিংকস, বিস্কুট, চিপসসহ অনেক ধরণের খাবার সংগ্রহ করতে পারবে। বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করেই অটোমেটিকভাবে এই খাবারগুলো ভেন্ডিং মেশিন থেকে সংগ্রহ করা যাবে।

প্রথম পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খানজাহান আলী হল, লালন শাহ হল এবং অমর একুশে হলে এই সেবা চালু করা হলেও পরবর্তীতে আরও দুটি হলে এই মেশিন বসানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ইউও’র ক্যাম্পাসের কো-ফাউন্ডার মো. ইসতিয়াক উদ্দিন এই ভেন্ডিং মেশিন স্থাপনে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল মতিন, খানজাহান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ, অমর একুশে হলে ভারপ্রাপ্ত প্রভোস্ট মো: আরিফুল ইসলাম খন্দকার, লালন শাহ হলের সহকারী প্রভোস্ট সুমন দেবনাথ। 

এছাড়াও ছিলেন কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজা, ছাত্রলীগ কর্মী আব্দুর রউফ, রেদোয়ানুল আমিন, দীপ্র দাস কুণ্ডু, রাকিবুল হাসান রাতুল, শুভানুদেব বড়াল অংকন, মাহমুদুল সুপ্ত, মুশফিকুর রহমান সিফাত, এহসান মল্লিক, রাফই আল মুক্তাদীর, মো: স্মরণ প্রমুখ।