ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনের পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও দাড়ি ছেঁড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই ছাত্রের নাম আরাফাত হোসাইন অভি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হল প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভি সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইসলামিল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
হল কর্তৃপক্ষ নোটিশে বলা হয়েছে, ঘটনার পর ক্যান্টিন মালিকের লিখিত অভিযোগে গঠিত কমিটি সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে অভির দোষ পেয়েছে। এ ছাড়া ২০২১ সালের বিএ (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এবং এমএ শ্রেণিতে ভর্তি না হওয়ায় বর্তমানে অভির ছাত্রত্বও নেই জানিয়ে তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে হলে অভস্থান করতে দেখা গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই নোটিশে উল্লেখ আছে।