ডিআইইউ ছাত্রলীগের কমিটি ঘোষণা


Rakibul Islam | Published: 2024-02-23 14:19:55 BdST | Updated: 2024-05-04 23:36:48 BdST

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে এম. এম যায়েদ হোসেনকে সভাপতি ও হাসিবুল ইসলাম লিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে ৮ জনকে। এরা হলেন - আশিক হাসান, মোঃ সজল হোসেন, মোঃ শাহিন ইসলাম, মোঃ মঈন খান, রাজকুমার সরকার, মোঃ মাহিম ইসলাম, মেহেদি হাসান পরশ, আবুল কালাম আজাদ কিরণ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহিদুল লস্কর জিহান, সৌরভ গাঙ্গুলী, বি.এম সাকিব হোসেন, মোঃ শামিম হোসেন, লিটন মাহমুদের নাম ঘোষণা করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরাফাত হোসেন, সৌরভ দেব বসু, সোহানা নুর জান্নাতি, প্রসেনজিৎ দাস সৌমিক, আবু জিয়াদ, আল-নাহিয়ান নাজমুলকে।

নতুন এ কমিটির সভাপতি এম.এম যায়েদ হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শীত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করবো। সাধারণ শিক্ষার্থীদের যেসকল বিষয়ে প্রতিবন্ধকতা আছে ইউনিভার্সিটি কেন্দ্রীক আমরা তা তুলে ধরবো এবং সমাধানের জন্য কাজ করবো। ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে।

সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম লিপু বলেন, সর্বপ্রথম সঙ্গঠনকে সুসঙ্গঠিত করতে চাই। ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যাবহার না করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এই সংগঠন শহীদদের রক্তছিনা সংগঠন। আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য দায়বদ্ধ, তারা যেকোনো সময় আমাকে পাশে পাবে।

উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। এবং ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশও দেয়া হয়।