আলীগড় বিশ্ববিদ্যালয়ে কি-নোট স্পিকার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম


ঢাকা | Published: 2024-02-28 00:56:53 BdST | Updated: 2024-05-04 15:01:54 BdST

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানটি শুরু হবে। 'ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড' শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজক আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে সাদ্দাম হোসেনকে 'কি-নোট স্পিকার' হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ গুলরেজ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা পৃথিবীর সঙ্গে বাংলাদেশের যোগসূত্র ও ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ একটি সুযোগ। সাংস্কৃতিক স্বকীয়তা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভাষার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের উপলব্ধির জন্য একুশে সারাবিশ্বের তরুণ প্রজন্মের জন্য মিলিত হওয়ার প্ল্যাটফর্ম। মূলধারার রাজনীতিতে ভাষা, গণতন্ত্র ও ন্যায়বিচারের ফয়সালার জন্য মাতৃভাষা দিবস পথনির্দেশক।
 
তিনি বলেন, পৃথিবীতে আমরা একমাত্র জাতি, যারা ভাষার জন্য বুকের রক্ত দিয়েছি। আমাদের গর্বের বাংলা ভাষাকে সম্মান জানাতে ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের 'ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড' অনুষ্ঠানে আমাকে 'কি-নোট স্পিকার' করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গর্বের। ২৮ তারিখ ভারতের উদ্দেশে রওনা হব।

সাবলীল ও তথ্যনির্ভর বক্তা হিসেবে দেশে-বিদেশে সাদ্দাম হোসেনের সুখ্যাতি রয়েছে। ছাত্রলীগ সভাপতি হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু'র এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন।