দিল্লীতে 'ওয়ার্ল্ড অরগানাইজেশান অব স্টুডেন্টস এন্ড ইউথে'র সংবর্ধনা পেলেন ছাত্রলীগ সভাপতি


Delhi Correspondent Avinash Paul | Published: 2024-02-29 14:11:56 BdST | Updated: 2024-05-04 19:51:03 BdST

দিল্লীতে আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অরগানাইজেশান অব স্টুডেন্টস এন্ড ইউথের সংবর্ধনা পেলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ।

ভারতের দিল্লীতে "ওয়ার্ল্ড অরগানাইজেশান অব স্টুডেন্টস এন্ড ইউথ(WOSY-ওসি)" এর আয়োজনে "টেকসই উন্নয়নে তরুণদের অবদান" শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন "ওয়ার্ল্ড অরগানাইজেশান অব স্টুডেন্টস এন্ড ইউথের সাধারণ সম্পাদক সুভাম গোয়েল, দিল্লী ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি তুষার দেধা, ওসি দিল্লীর সভাপতি ও দিল্লী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শরীফ-ই সিদ্দিকী এবং স্পেশাল গেস্ট হিসেবে বাংলাদেশ হাইকমিশন দিল্লীর প্রেস সচিব সাবান মাহমুদ উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে ওসির সাধারণ সম্পাদক সুভাম গোয়েল সাদ্দাম হোসেন কে ইউথ আইকন হিসেবে উল্লেখ করেন। সাদ্দাম হোসেন তার বক্তবে বাংলাদেশ ছাত্রলীগ এবং ওসির সম্পর্ক উন্নয়নে কাজ করার করার কথা বলেন বক্তব্যে।