বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


Md Abul Khayer Jayed | Published: 2024-05-16 08:25:16 BdST | Updated: 2024-07-27 10:52:52 BdST

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আগামী এক বছরের জন্য পোমেল বড়ুয়াকে সভাপতি এবং মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসফ ইনান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার এ ২০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। রবিবার (১৫ই মে) রাত ১১ টায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতি পোমেল বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি পূর্বের কমিটিতে ২০২২-২৩ সেশনের বেরোবি ছাত্রলীগ শাখার সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি- মোঃ ফজলে রাব্বী,বিধান বর্মন, মোঃ রেজওয়ান-উল-আনাম তন্ময়, মোঃ তানভীর আহমেদ, শাকিরুল ইসলাম মুরাদ, শামীম আহমেদ, রকিবুল হাসান রুপম, মোঃ রেজাউল করিম শাকিল, আবদুল্লাহ আল-নোমান খান,লুবনা হক মিমিসহ ৪৬ জন এই দায়িত্ব পালন করবেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আসিফ উর রহমান হিমেল, মোমিনুল হক, মোঃ সাকিব আল হাসান, এমরান চৌধুরী আকাশসহ আরো ৭ জন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস টগ, নেসার উদ্দিন সহ আরো ৮ জন।

এ ছাড়া প্রচার সম্পাদক মোঃ ছাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রিয়দর্শী চাকমা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওবায়দুর রহমান কনক, ক্রীড়া সম্পাদক সিয়াম আরাফাত, সমাজ সেবা বিষয়ক সম্পাদক পাপ্পু তালুকদারসহ আরো ৩৩ পদে অনেক নেতাকর্মী দায়িত্ব পালন করবেন।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, পূর্নাঙ্গ কমিটির বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহাফুজ বলেন, দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আমাদের পূর্নাঙ্গ ঘোষিত কমিটি সদস্যদের নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সব সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকবে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে বেরোবি ছাত্রলীগ।

নির্বাচিত সভাপতি পোমেল বড়ুয়া বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটি পূর্ণাঙ্গ করা। সেটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাই এর প্রতি

উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ ছাত্রলীগের পূর্ব কমিটি মেয়াদ শেষ। গত ২২ নভেম্বর ২০২১ ছাত্রলীগের পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরআগে ২০১৭ সালের ০৪ এপ্রিল তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।