সাবেক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের


CU Correspondent | Published: 2024-04-10 18:55:29 BdST | Updated: 2024-04-30 01:59:24 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের একটি ডাটাবেজ তৈরি করতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। একইসঙ্গে এ ডাটাবেস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিয়ের জন্যেও ব্যবহৃত হবে। এ ডাটা এর বাইরে কোনো কাজের ব্যবহৃত হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। আজ বুধবারের (১০ এপ্রিল) মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমে তথ্য জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতে গত তিন বছরে (২০২০-২৪) মাস্টার্স/ ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স বা মাস্টার্স/এমবিএ/এমবিবিএস সম্পন্ন করেছে এমন অন্তত ৪ হাজার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর বর্তমান অবস্থা জানা প্রয়োজন।

‘‘আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন তা জানা বিশ্ববিদ্যালয়ের ট্র্যাক রেকর্ডের জন্য যেমন দরকার, তেমনি কিউএস র‌্যাংকিংয়ের জন্যও প্রয়োজন। চলতি মাসের ১০ তারিখের মধ্যে নিম্নের লিঙ্কে গিয়ে ফরমটি পুরনের অনুরোধ রইল। https://cutt.ly/2w4AgqPA।’’