প্রথম মেরিটে ভর্তির পর হাবিপ্রবিতে আসন ফাঁকা ২৪৯টি


Desk report | Published: 2023-07-29 19:46:12 BdST | Updated: 2024-04-28 11:55:55 BdST

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আটটি অনুষদের অধীনে স্নাতক প্রথমবর্ষে প্রথম মেরিটের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এ ভর্তি কার্যক্রম চলে গত সোমবার থেকে বুধবার (২৬ জুলাই) পর্যন্ত। এতে শিক্ষার্থী ভর্তির হার ছিল প্রায় ৮২ দশমিক ২৮ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন।

জানা যায়, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগে ৫০, পদার্থ বিভাগে ৩৮, রসায়ন বিভাগে ৫২ এবং পরিসংখ্যান বিভাগে ৫০ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে।

শিক্ষার্থী ভর্তির সংখ্যা কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইসিই বিভাগে ৩২, সিএসই বিভাগে ৩০ ও ইইই বিভাগে ৩৩ মাৎস্যবিজ্ঞান অনুষদে ৬১, কৃষি অনুষদে ২৪০ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদে ৬৭ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৯, ফুড অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৫, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২১, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৩ এবং স্থাপত্য বিভাগে ২২ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে।

সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগে ৬১, সমাজবিজ্ঞান বিভাগে ৫১, অর্থনীতি বিভাগে ৫৫ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৩০ জন।

বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ৪১, ম্যানেজমেন্ট বিভাগে ৪১, মার্কেটিং বিভাগে ৪১ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৪৩ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, হাবিপ্রবিতে কোটা বাদে মোট আসন সংখ্যা ১ হাজার ৪০৫টি। প্রথম মেরিটে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে ১ হাজার ১৫৬ জন। আসন সংখ্যা খালি রয়েছে ২৪৯টি।