ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ছাত্রলীগের জয়বাংলা বাইক সার্ভিস


Aslam Begg | Published: 2024-04-27 14:25:05 BdST | Updated: 2024-05-09 10:09:29 BdST

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এবার নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পাঁচটি ভবনে এ ইউনিটে ৯ হাজার ১৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনাকাঙ্ক্ষিত দেরি হয়ে গেলে অথবা ভুল করে এক ভবন থেকে অন্য ভবনে আসা পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে এ সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এছাড়া পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইসসহ সঙ্গে আসা অভিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আল-মাহমুদ কায়েস বলেন, কোন পরীক্ষার্থী যদি ভুল করে তার পরীক্ষার হল থেকে অন্য হলে চলে আসে, তাহলে তাকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সঙ্গে ঠান্ডা পানির ব্যবস্থা, অভিভাবকদের সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত আছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম রিয়েল সরকার বলেন, ভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জন্য ভবিষ্যৎ স্বপ্নের একটি সিড়ি'র মতো। আমরা চাই, কোন শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত কারণে পরীক্ষায় বসতে না পেরে স্বপ্ন যেন ভঙ্গ না হয়। এই জন্য ছাত্রলীগের পক্ষ থেকে জয়বাংলা বাইক সার্ভিস এর ব্যাবস্থা করা হয়ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ মোড় গুলোতে প্রস্তুত রয়েছে আমাদের জয়বাংলা সার্ভিসের বাইক।