চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি: চান্স পাওয়ার কৌশল


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-03 06:05:54 BdST | Updated: 2024-09-15 19:53:16 BdST

বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবুজ পাহাড়ে ঘেরা এ বিশবিদ্যালয় মুগ্ধ করে সবাইকে। শাটল ট্রেনের ডাক পৌঁছে যায় সবার কানে কানে। সবুজের টানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসেন এ বিশ্ববিদ্যালয়ে। কেউ চান্স পায় আবার কেউ খালি হাতে ফিরে যায়।

এ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে তা জানা থাকলে পরীক্ষা সহজ হয়। তারাই সফলকাম হন। চলুন জেনে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে :

প্রথমে প্রতিটি ইউনিটের কমন বিষয়গুলো বলবো, তারপর ইউনিট ভিত্তিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি কার্যক্রমের সবকিছুই হচ্ছে অনলাইনে। যারা এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে তারাও পরীক্ষায় অংশ নিতে পারছে।

সকল ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার কেন্দ্র ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে পড়বে।
C Unit ছাড়া বাকি সব ইউনিটেই বাংলা উত্তর (বাধ্যতামূলক) করা লাগবে। ইংরেজি উত্তর করা সব ইউনিটেই বাধ্যতামূলক।

কোন ইউনিটের জন্যে কিভাবে পড়বো?

A-Unit : হালদা বই কালেক্ট করো। তারপর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো। দেখবে প্রশ্ন ও চবি নিয়ে সব ভয় কেটে গেছে, কিভাবে উত্তর করতে হয় তাও জেনে গেছ।

তারপর English For Competitive Exam,বাংলা বিচিত্রা/ রেনেসাঁ এই বইগুলো পড়ো বাংলা ইংরেজিতে আরো ভালো করতে।

এবার ঢাবি রাবি, জাবি, জবি, খুবির বিগত বছরের প্রশ্নগুলো শেষ করো। বোর্ড বই (যে যে বিষয় উত্তর করবা) পড়া বাধ্যতামূলক। বইয়ের গভীরে যাওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ সব টপিক পড়ে ফেলবা। ছোট ছোট প্রশ্ন ও ব্যাখ্যা গুলো জেনে রাখবে। ম্যাথে বিশেষ জোর দাও।

B+D-Unit : বাংলা বোর্ড বই শেষ কর। তারপর Toefl (দুটিই)প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেল। সাধারণ জ্ঞানের জন্যে আজকের বিশ্ব গুরুত্বপূর্ণ টপিক শেষ কর।

এবার হালদা/Index/পানকৌঁড়ি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন শেষ কর, তারপর বিসিএস বিগত বছরের সব প্রশ্ন দেখে নাও। দেখবে প্রশ্ন ও চবি নিয়ে সব ভয় কেটে গেছে, কিভাবে উত্তর করতে হয় তাও জেনে গেছ।

এবার বার বার রিভিশন দাও সবকিছু। D ইউনিটের বিশ্লেষণ দক্ষতার জন্যে একটু টাইম দাও। বিশ্লেষণ দক্ষতায় ভাল করার জন্যে বিসিএসের আগের প্রশ্নগুলো সবচেয়ে কার্যকর।

তারপর চবির বিগত বছরের প্রশ্নগুলো দেখ। একটু চিন্তা করে উত্তর করলেই বিশ্লেষণ দক্ষতায় ভাল করা যায়।

C-Unit : বাংলা বোর্ড বই শেষ করো। তারপর Toefl (দুটিই) প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেল। হিসাববিজ্ঞান, ব্যবসায়নীতি ও প্রয়োগের জন্য বোর্ড বই শেষ কর।

এবার হালদা/Index/পানকৌঁড়ি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন শেষ কর, তারপর ঢাবি, জাবির, রাবির বিগত বছরের সব প্রশ্ন। দেখবে প্রশ্ন ও চবি নিয়ে সব ভয় কেটে গেছে, কিভাবে উত্তর করতে হয় তাও জেনে গেছ।

এবার বার বার রিভিশন দাও সবকিছু। বোর্ড বইয়ের গভীরে যাওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ সব টপিক পড়ে ফেলবা। ছোট ছোট প্রশ্ন ও ব্যাখ্যা গুলো জেনে রাখবে। ম্যাথে বিশেষ জোর দাও।

মোঃ বাহার উল্যাহ
ইইই বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

এমএসএল