জাবি ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে সোমবার


Desk report | Published: 2023-12-30 14:01:37 BdST | Updated: 2024-04-29 01:19:24 BdST

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এবারের পরীক্ষা সংক্রান্ত নীতিমালায় কিছুটা পরিবর্তন আসতে পারে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ০১ জানুয়ারি (সোমবার) জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রশাসন। এদিন সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটা খসড়া সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত আমরা আগামী ০১ জানুয়ারির সভায় তুলবো। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি বলেন, সভায় ভর্তির তারিখ, আবেদনের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেন মিলে না যায়, সেদিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈঠকের পর চূড়ান্ত তারিখসহ সংশ্লিষ্ট তথ্য বিস্তারিত জানা যাবে।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী জিপিএতে ছিল ২০ নম্বর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ০৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে (সাধারণ জ্ঞান + আইকিউ) ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমত্তা (আইকিউ) ৪ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশনে (আইবিএ-জেইউ) বাংলা ১০, ইংরেজি ৩০, গণিত ২৫ এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলীর উপর ১৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে জানতে চাইলে মো. আবু হাসান বলেন, কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। তবে বেশিরভাগ গত বছর যে পদ্ধতিতে পরীক্ষা হয়েছে, সেরকমই হবে। বড় কোনো পরিবর্তনের চিন্তা আমাদের নেই।