শরীয়তপুরে ইভটিজার সন্দেহে ৬ ছাত্র আটক


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-07 05:54:15 BdST | Updated: 2024-05-12 22:09:41 BdST

শরীয়তপুরে ইভটিজার সন্দেহে ছয় ছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে শরীয়তপুর পৌরসভায় অবস্থিত শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয় সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উত্তর বালুচরা গ্রামের বিএম আব্দুস সালামের ছেলে শাহরুক ছালাম (১৭), অমেন লোদের ছেলে সজিব লোদ (১৬), ধানুকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (১৮), তুলাসার গ্রামের মো. আলী খার ছেলে মো. নাজমুল খান (১৪), সিরাজ হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (১৬) ও হুগলি গ্রামের আব্বাস মোল্যার ছেলে নাজমুল হাসান (১৫)। আটকরা সকলেই স্কুল ও কলেজের শিক্ষার্থী। তারা শরীয়তপুর সদর পৌরসভার বাসিন্দা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, দুপুরে ওই ছয়জন ছাত্র শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘুরাফেরা করছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল তাদের ইভটিজার সন্দেহে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে।

তিনি আরও জানান, আটকদের জ্ঞিাসাবাদ করা হয় এবং পরে অভিভাবকদের এনে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

 এমএসএল