রাবির 'বি' ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ


Abu Saleh Shoeb | Published: 2024-05-07 22:49:31 BdST | Updated: 2024-05-19 22:23:42 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিত সাধারণ ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার আগামী ১২ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের উক্ত তারিখে সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নং কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীরা ঐ দিনই অর্থাৎ ১২ মে হতে ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে এবং ১৬ মে-এর মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত ছাত্র/ছাত্রীদের ১২ মে হতে ১৬ মে-এর মধ্যে অনলাইনে (http://admission.ru.ac.bd) ভর্তি ফর্ম পূরণ করার পর ৩ কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

কোনো ভর্তিচ্ছু যদি ভর্তীকৃত বিভাগেই থাকতে চান বা Automigration -এর সুযোগ নিতে না চান, তাহলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ১৬ মে বিকাল ৪টার মধ্যে অটো-মাইগ্রেশন (Stop automigration) বন্ধ করতে হবে।

ভর্তি হতে যা যা করতে হবে:

ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্র/ছাত্রীকে অনলাইনে (http://admission.ru.ac.bd) সার্ভিস চার্জ বাদে পাঁচ হাজার দুইশত টাকা জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। ভর্তি-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি (http://admission.ru.ac.bd -এর মধ্যে online admission guideline) এ পাওয়া যাবে। ভর্তির সময় (অফিস চলাকালীন) নিম্নের ডকুমেন্টসমূহ A4 সাইজ খামে (খামের উপর ভর্তিচ্ছুর নাম, পিতার নাম, রোল নং, মেধাক্রম, মোবাইল নং এবং জমাকৃত ডকুমেন্টসমূহের তালিকা লিখে) অনুষদ অফিসে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত), এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মাকর্সশিট, এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, Online এ পূরণকৃত ভর্তি ফর্মের (৩ কপি) প্রিন্ট কপি লাগবে।

উল্লেখ্য যে, জমাকৃত কাগজপত্র এক বছর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে। সে কারণে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে নিজের কাছে রাখার জন্য বলা হয়েছে।

প্রথমবর্ষের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।