ঢাবির অধিভুক্ত সাত কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-07 23:09:02 BdST | Updated: 2024-05-12 23:17:57 BdST

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য পৃথক ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একথা জানান।

উপাচার্য বলেন, নতুনভাবে অধিভুক্ত সাতটি সরকারি কলেজেও ঢাবির অধিভুক্ত অন্য কলেজের মতো পৃথক ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে সেটির দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি। আমাদের অধিভুক্ত অনেক কলেজ আছে সেগুলোতে যে পদ্ধতিতে ভর্তি নেয় এখানেও একই পদ্ধতিতে নেয়া হবে। তবে এটি ঢাবির নিয়মিত ভর্তি পরীক্ষার অংশ নয়।

উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানো ও শিক্ষার মান বাড়াতে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

জেএস/ ০৭ আগস্ট ২০১৭