শিক্ষাপ্রতিষ্ঠানে নারী কোটা আবশ্যিকভাবে পূরণের নির্দেশ


Dhaka | Published: 2020-06-11 05:25:25 BdST | Updated: 2024-05-02 04:23:38 BdST

শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলা কোটা আবশ্যিকভাবে পূরণ করার নির্দেশনা প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করে তাদের কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাজিত মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চলমান সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাসূত্রে জানা যায়, সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত সুপারিশকৃত প্রার্থীদের যোগদানে ব্যর্থতা ও অপারগতার কারণসহ সর্বশেষ অবস্থা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, ইংরেজি, আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তকরণ বিষয়ে অর্থপ্রাপ্তি সাপেক্ষে এমপিওভুক্তকরণের ব্যবস্থা নিতে হবে। সহকারী শিক্ষক (বাংলা)’র বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের মাধ্যমে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদ না থাকা, কাঠামো বহির্ভূত চাহিদা, ভুল তথ্য পাঠানোর কারণে সুপারিশকৃত হয়েও যারা যোগদান করতে পারেননি তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তাদের মধ্যে যাদের বয়স ৩৫ বছরের মধ্যে রয়েছে তারা যোগদান করতে চাইলে সুযোগ দিতে হবে। সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে সুপারিশকৃতদের মধ্যে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের আদালতের রায়ের পরও যারা এখনও এমপিওভুক্ত হতে পারেননি তাদের এমপিওভুক্ত চূড়ান্তকরণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকে নির্দেশনা প্রদান করেন শিক্ষামন্ত্রী।

সুপারিশকৃত প্রার্থী গ্রহণে প্রতিষ্ঠানের যৌক্তিক অপারগতার ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখার কোনো বিধান প্রচলিত আইনে রাখার সুযোগ আছে কি না তাও খতিয়ে দেখতে এনটিআরসিএকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।