ডিআইইউতে সালাতুল ইসতিসকার অনুষ্ঠিত!


Rakibul Islam | Published: 2024-04-29 09:54:57 BdST | Updated: 2024-05-16 03:23:51 BdST

তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে এবং বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার প্রার্থনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এই নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে তীব্র তাপদাহ থেকে মুক্তি, পশুপাখির কষ্ট লাঘব, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে সকলে কান্নায় ভেঙে পড়েন।

তারা বলেন, সারাদেশে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অসহনীয় গরমে ছোট বাচ্চা এবং বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। এমন অসহনীয় পরিস্থিতি থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন। সেজন্য তারা আল্লাহর রহমত কামনা করেন।

এই অবস্থা থেকে মুক্তির জন্য সারাদেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। সেইসাথে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে পরিশুদ্ধির সময়ও এটি বলে জানান তারা।