শিক্ষা খাতে বরাদ্দ ৬৬ হাজার ৪০১ কোটি টাকা


Dhaka | Published: 2020-06-12 00:06:52 BdST | Updated: 2024-05-02 05:02:28 BdST

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ হাজার ৪০১ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৫ হাজার ২৪৩ কোটি টাকা বেশি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৮ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট ঘোষণায় এ কথা জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

এর আগে বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন। এ সময় স্পিকার অর্থমন্ত্রীকে চাইলেই বসে বাজেট পেশ করতে পারবেন বলে অনুমতি দেন। এ বাজেট বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ সম্পন্ন হবে।

বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন।

এবারের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এটি গত ২০১৯-২০ অর্থ বছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। যা এ বছর ৩ হাজার ৪৯৩ কোটি টাকা বেশি।

প্রাথমিকে এবার ২৪ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এটি গত ২০১৯-২০ অর্থ বছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা। যা এ বছর ৯০০ কোটি টাকা বেশি।

কাারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এটি গত ২০১৯-২০ অর্থ বছরে ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা। যা এ বছর ৮৯৪ কোটি টাকা বেশি।