জামিন পেলেন শিপ্রা, সিফাতের বিষয়ে আদেশ কাল


Dhaka | Published: 2020-08-09 19:00:45 BdST | Updated: 2024-05-13 14:37:09 BdST

কক্সবাজারের টেকনাফে সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষী স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ জামিন পেয়েছেন। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

এছাড়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গ্রেফতার হওয়া আরেক শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের মামলার জামিন শুনানি হয়েছে আজ। কাল আদেশের দিন ধার্য করেছেন আদালত। সিফাতের বিরুদ্ধে করা টেকনাফ থানার দুটি মামলার তদন্তভার পুলিশ থেকে র‍্যাবে হস্তান্তরেরও আবেদন করা হয়েছে। শুনানির দিন কাল ধার্য করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) শিপ্রার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শিপ্রার বিরুদ্ধে করা পুলিশের মামলায় গেলো ৫ তারিখে জামিনের আবেদন জানানো হয় আদালতে।

প্রসঙ্গত ৩১ জুলাই রাতে সিনহা ও সাহেদুল কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের ভাষায় ‘আত্মরক্ষার্থে’ ছোড়া গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাহেদুলকে। এ ছাড়া এ তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে তাঁরা যে রিসোর্টে উঠেছিলেন, সেখান থেকে স্টামফোর্ডের আরেক শিক্ষার্থী তাহসিন রিফাত নূর ও শিপ্রাকেও আটক করা হয়। পরে তাহসিনকে ছেড়ে দেয় পুলিশ এবং শিপ্রাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।