এবার শীতে বিয়ে ও পিকনিক না করার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর


Dhaka | Published: 2020-09-24 03:37:17 BdST | Updated: 2024-05-01 03:18:59 BdST


দেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভের শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংক্রমণ রোধে এই বছর শীতে বিয়ে ও পিকনিকসহ জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজন না করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জনবহুল একটি দেশ হয়েও করোনা রোগীদের চিকিৎসায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বলা হয়েছিল সেপ্টেম্বরে আমাদের দেশে হাজার হাজার রোগী মারা যাবে। কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য তেমন কিছুই হয়নি। আমাদের দেশে করোনা রোগীর সুস্থতার হার ৭৫ শতাংশ। করোনা আক্রান্ত কোনো রোগী সেবা পায়নি এমন কোনো নজর নেই।

তিনি বলেন, জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে।

এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাষ ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ মালেক।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কায় মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বৈঠকে সব মন্ত্রণালয়কে মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান।

মন্ত্রী বলেন, ২য় ধাপে অনেক দেশে করোনা ঝুঁকি বাড়ছে। আমাদের দেশে অনেক লোক এখন স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। শীতকালীন সময়ে আরও বেশি সতর্ক হতে হবে। এই সময় বেশি সামাজিক অনুষ্ঠান হয়। এতে করোনা ঝুঁকি বাড়তে পারে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাইন একটি জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। আবার লকডাউনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি যেখানে আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি।