বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা


Desk report | Published: 2022-02-27 21:17:13 BdST | Updated: 2024-04-26 08:50:37 BdST

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধিসহ চার দফা দাবিতে শাহবাগে সমাবেশ করবেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। ইতিমধ্যে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়েছেন তারা।

চাকরিপ্রত্যাশীদের দাবিগুলো হলো- চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ, পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণ ও একদিনে একটি পরীক্ষা নেয়া।

গত ২৪ ফেব্রুয়ারি সমাবেশ করার কথা থাকলেও রাজধানীর বাইরের চাকরিপ্রত্যাশীদের অনুরোধে সেটি ২৭ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ‍মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সমাবেশে সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। অনেকেই শাহবাগে চলে এসেছেন। জাতীয় জাদুঘরের সামনে প্রাথমিকভাবে অবস্থান করবো। সমাবেশ করবো।

এদিকে বয়স বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সে দাবি মানা হচ্ছে না। গত ১৬ জানুয়ারি রাজধানীর নীলক্ষেত মোড় ও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন।

চাকরিপ্রত্যাশীরা জানান, রাষ্ট্রপতি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সবার কাছেই দাবি নিয়ে গেছেন তারা। সবাই শুধু আশ্বাস দিয়েছে। এছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেটি এখনো পূরণ করেনি দলটি। আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই। তারা জানান, সরকারের উদাসীনতার কারণে চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বারবার পিছিয়ে যাচ্ছে।