৬ দফা দাবিতে উত্তাল কবি নজরুল কলেজ


Correspondent | Published: 2019-02-10 00:52:33 BdST | Updated: 2024-05-14 09:50:27 BdST

কলেজ একাডেমিক ভবন বৃদ্ধি, শিক্ষক সংকট নিরসন এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হলসহ ৬ দফা দাবিতে উত্তপ্ত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টায় কলেজের মূল ফটক থেকে ভিক্টোরিয়া পার্ক এরিয়া ও লক্ষ্মীবাজার পর্যন্ত হাজার-হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমে ৬ দফা দাবিতে আন্দোলন করতে থাকেন। এতে করে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বেলা ১১.৩০টার দিকে নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে মোহন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি হুমায়ুন কবির হিমুসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছাত্রাবাস নির্মাণ, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা এবং শিক্ষকসংকটসহ কলেজের বিভিন্ন সমস্যার কথা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে সিদ্ধান্ত জানা যায়নি। অবিলম্বে সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবিগুলো মেনে নিতে সরকারে প্রতি দৃষ্টি আর্কষন করছি।

কর্মসূচি শেষে তারা কলেজের অধ্যক্ষ বরাবর স্বারক লিপি দেন এবং দাবি গুলো আগামী ১৫ দিনের মধ্যে মেনে নেয়ার আহ্বান জানান।