প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে রাজপথে তিতুমীর কলেজ ছাত্রলীগ


সাব্বির আহমেদ | Published: 2017-10-07 20:06:26 BdST | Updated: 2024-05-12 21:10:06 BdST

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (০৭ অক্টোবর) সকাল নয়টায় দেশে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল আটটা থেকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ সড়কের পাশে দাঁড়াতে থাকে। অভিবাদন সম্বলিত নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা থাকতে দেখা যায় তাঁদের। ক্ষণে ক্ষণে শ্লোগানে মুখরিত ছিল পুরো রাস্তা।

মহাখালীর আমতলি থেকে বনানীর সেতু ভবন পর্যন্ত দীর্ঘ সারিতে অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীরা দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। হাত নেড়ে প্রধানমন্ত্রীও তাঁদের অভিবাদনের জবাব দেন। পরে দলে দলে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফেরে তিতুমীর কলেজ ছাত্রলীগ।

সারিতে দাঁড়ানো ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী 'মাদার অব হিউমিনিটি' খেতাবে ভূষিত হওয়ায় গোটা জাতির সঙ্গে তিতুমীর কলেজ ছাত্রলীগও গর্বিত।

কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা ও কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এমএন/এসএ/ ০৭ অক্টোবর ২০১৭