নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-08 16:16:38 BdST | Updated: 2024-05-12 21:41:09 BdST

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। 

রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা। ফলে নীলক্ষেত মোড় হয়ে আজিমপুর-মিরপুর রুটে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে যান চলাচল করছে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজের প্রত্যেকটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩০টি বিষয়ে পড়ানো হয়।

শিক্ষার্থীদের ৭ দফা দাবি

১/ অর্নাস ৪র্থ বর্ষ ২০১১-১২ সেশন এবং ২য় বর্ষ ২০১৪-১৫ সেশনের পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। ২/ ১৬ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত অতিবাহিত সময়ের ক্ষতিপূরণ দিতে হবে। ৩/ অজ্ঞাতনামা ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। ৪/ অর্নাস ৩য় বর্ষ ২০১৩-১৪, ৪র্থ বর্ষ ২০১২-১৩ এবং ১ম বর্ষ ২০১৫-১৬ সেশনের পরীক্ষা গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।এবং পরীক্ষারর ১ মাস আগে রুটিন প্রকাশ করতে হবে। ৫/ ডিগ্রি ২য় বর্ষ ২০১৪-১৫ এবং ৩য় বর্ষ ২০১৩-১৪ সেশনের পরীক্ষার ফর্ম ফিলআপ ও রুটিন দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে এবং ডিগ্রির চলমান সকল সেশন এর জন্য খুব দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহন করতে হবে। ৬/ ২০১৪-১৫ মাস্টার্সের ফরম ফিলাপ দ্রুত সম্পন্ন করতে হবে এবং ২০১৭-১৮ সেশনে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে গ্রহন করতে হবে। ৭/ সাত কলেজের জন্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত ওয়েবসাইট প্রণয়ন এবং শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এমএসএল/ ০৮ অক্টোবর ২০১৭