ঢাকা কলেজে একাদশের নবীনবরণ সোমবার


Desk report | Published: 2023-10-08 21:49:46 BdST | Updated: 2024-05-02 05:33:09 BdST

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস রোববার (৮ অক্টোবর) শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে ঢাকা কলেজে ক্লাস শুরু হয়নি। সেজন্য আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ অক্টোবর)।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।

তিনি বলেন, সারা দেশেই উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ক্লাস আজ (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে। তবে আমাদের কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির চূড়ান্ত পরীক্ষা হওয়ায় আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে ক্লাস এবং ১০টায় ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, যেন শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে সব নিয়ম মেনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টার মধ্যে বায়োমেট্রিক হাজিরা সম্পন্ন করে নির্ধারিত ক্লাসে উপস্থিত হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তি করা হয়েছে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হয়েছেন। বিজ্ঞান বিভাগে ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ পাওয়া শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পেয়েছেন।

এছাড়াও এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।