সিলিং ফ্যান খুলে শিক্ষার্থী আহত, হল প্রভোস্টের পদত্যাগ দাবি


CU Correspondent | Published: 2024-03-16 11:41:53 BdST | Updated: 2024-04-27 13:46:08 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে সিলিং ভেঙে এক শিক্ষার্থীর আহতের ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টায় শাহজালাল হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে হলে ফিরেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহজালাল হলের বর্ধিত অংশের একটি কক্ষের সিলিং পড়ে আজ দুপুরে আহত হন চারুকলা অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নিশাত। তাকে হাসপাতালে নেওয়া হলে তার পিঠে ও হাতে তিনটি সেলাই লাগে। এ খবর ছড়িয়ে পড়লে হল গেইটে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহমিদ হাসান তৌকির বলেন, ‘আমাদের কয়েকজন বন্ধু দুপুরে রুমে বসে আড্ডা দিচ্ছিল। এসময় উপর থেকে সিলিং খুলে পড়ে। সে (নিশাত) সজাগ থাকা সত্ত্বেও হাতে ও পেটে লেগে আহত হয়।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আশেপাশের রুমের সিলিং খুলে পড়েছে। রুমগুলোর দরজা ভাঙা, ওয়াশরুমের বিশ্রী অবস্থা। আমরা এসব নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েছি। তারা লিখিত অভিযোগ দিতে বলেছে, আমরা দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।’

হল প্রভোস্টের ওপর ক্ষোভ ঝেরে তাহমিদ বলেন, ‘হলে নামমাত্র একজন প্রভোস্ট আছেন। তাকে কখনো দেখা যায় না। তাই আমরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’

প্রভোস্টের পদত্যাগ চেয়ে শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক অনিক দাস বলেন, ‘হলে অনেক সমস্যা রয়েছে। এর আগেও এসব বিষয়ে বারবার প্রভোস্টকে জানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ওনাকে পাওয়া যায়নি। কল দিলেও ওনাকে পাওয়া যায় না। তাই প্রভোস্টের পদত্যাগ চাচ্ছি।’

এসব বিষয়ে জানতে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীনকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

জানতে চাইলে শাহজালাল হলের আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, ‘শিক্ষার্থীরা হল সংস্কারসহ অনেকগুলো দাবি জানিয়েছে। আমরা উপাচার্যের কাছে তাদের বিষয়গুলো জানিয়েছি। দ্রুতই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।’