অযোগ্য শিক্ষক ৪০ বছর বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করে: চবি উপাচার্য


CU Correspondent | Published: 2024-03-21 16:00:43 BdST | Updated: 2024-12-14 04:22:37 BdST

‘বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। একজন অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এ কথা বলেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘আসন্ন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করতে আমাদের কাজ করে যেতে হবে। রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংসহ তথ্য-প্রযুক্তির দিক দিয়ে আমাদের উন্নতি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিতে হবে।’

তিনি বলেন, একজন অযোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেকোনো মূল্যে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। অফিসার থেকে শুরু করে যারাই দক্ষ ও যোগ্য, তাঁদের নিতে হবে। এটি প্রশাসন পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

উপাচার্য আরো বলেন, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় হলো গবেষণা, সংস্কৃতির মূল জায়গা। এসব দিকে আরো জোর দিতে হবে। যে গবেষণা মানুষের কাজে আসবে না, সে গবেষণার প্রয়োজন নেই। শিক্ষকদের মনে রাখতে হবে, গবেষণাই জীবনের লক্ষ্য। সে অনুযায়ী কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আহমেদ জুনাইদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জানে আলমসহ সমিতির সদস্যরা।