চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৬টার দিকে শহরগামী ট্রেনটি পিলখানা জামে মসজিদ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।
ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছি, ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কোমরের ওপর থেকে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, নিহত কিশোরের নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, সে ভাসমান টোকাই অথবা আশপাশের বস্তির কোনো ছেলে হবে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে লাশ হস্তান্তর করা হবে।