প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল জানবেন যেভাবে


টাইমস ডেস্ক | Published: 2019-09-16 09:54:46 BdST | Updated: 2024-05-14 14:18:40 BdST

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল জানতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট https://www.dpe.gov.bd/ তে ক্লিক করুন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে https://www.dpe.gov.bd/site/view/notices এই লিংকে ক্লিক করতে হবে। এরপর পিডিএফ ফরমেটে ফলাফল প্রকাশ সম্পর্কিত ফাইল দেখতে পাবেন। উক্ত ফাইলটি ডাউনলোড করে শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে পারবেন।

এর আগে আজ রাতে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আভাস পাওয়া যায়। সারা দেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসএম/ ১৫ সেপ্টেম্বর ২০১৯