বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়ে মাউশি'র চিঠি


টাইমস প্রতিবেদক | Published: 2020-08-18 20:11:24 BdST | Updated: 2024-04-30 07:43:39 BdST

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (১৭ আগস্ট) জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বন্যাদুর্গত এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে জরুরিভিত্তিতে খুলে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

একইসঙ্গে বন্যাদুর্গত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল পর্যায়ের দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে স্থানীয় প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রেরণ করার জন্যও অনুরোধ করা হয়েছিল।

এ অবস্থায়, নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জেলাভিত্তিক সমন্বিত তালিকা নির্ধারিত ছকে আগামী ২০ আগস্টের মধ্যে মাউশিতে পাঠাতে বলা হয়। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সফট কপি (MS Word-মুডে) [email protected] ই-মেইলযোগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।