সংগীত শিল্পী বারী সিদ্দিকী আর নেই


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-24 09:12:39 BdST | Updated: 2024-06-01 07:58:39 BdST

'আমি এককটা জিন্দা লাশ’ গানের শিল্পী বারী সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই সংগীতশিল্পী।

আগে থেকেই তার দুটি কিডনি অকার্যকর ছিল। এছাড়া বহুমূত্র রোগেও ভুগছিলেন তিনি। গেল শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালের স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে সময় নিউজকে জানিয়েছেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি।

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তিনটি গান গেয়ে ১৯৯৯ সালে প্রথম আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে তার অনেক গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এমএসএল/ ২৪ নভেম্বর ২০১৭