ড্যাফোডিলের প্রতিষ্ঠাতা সবুর খানকে সম্মানসূচক ডিগ্রি প্রদান


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-18 17:08:28 BdST | Updated: 2024-05-15 04:40:25 BdST

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কিরগিজস্তানের আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শনিবার কিরগিজস্তানের বিসকেকে অবস্থিত আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠানের মাধ্যমে এই ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ও সিনেট ড. সানঝরবেক এরদোলাতভ।

একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল প্রজন্ম তৈরির লক্ষ্যে সবুর খান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা, স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল, বিশ্ববিদ্যালয়ে এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ চালু করা ইত্যাদি যা উদ্যোক্তা উন্নয়নকে নির্দেশ করে।

তিনি অতিথি অধ্যাপক হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি প্রায় ২৭ বছর যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমে বক্তৃতা, সাক্ষাৎকার ও টক শো-তে অংশগ্রহণ করে থাকেন।

সবুর খান উদ্যোক্তা বিষয়ে বেশ কিছু বই লিখেছেন। যা বাংলা ও ইংরেজি দুই ভাষাতে প্রকাশিত হয়েছে। এসব ছাড়াও তিনি উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরিচালনা করে থাকেন।

এমএন/ ১৮ সেপ্টেম্বর ২০১৭