খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে মারধরের প্রতিবাদে অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর গল্লামারী এলাকায় সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ ।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আড়াই ঘণ্টার সড়ক অবরোধে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন- সিরাজুল ইসলাম সিরাজ ও নিত্য দাস।
শিক্ষার্থীরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফায়েত হোসেন সাগরের ওপর হামলা চালিয়েছে এক ট্রাকচালকসহ দুইজন। খবর পেয়ে পুলিশের মাধ্যমে সমাধান করার জন্য আমরা ঘটনাস্থলে যাই। আমরা একপাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু সেখানে দুই পুলিশ সদস্য খুব খারাপ আচরণ ও বাজে মন্তব্য করে। আমাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেয়। এ ঘটনার প্রতিবাদে আমরা দুপুরে গল্লামারী এলাকায় সড়ক অবরোধ করি। আমাদের দুটি দাবি- হামলাকারীদের আটক ও দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করতে হবে। প্রথম দাবি অনুযায়ী পুলিশ দুইজনকে আটক করেছে। দ্বিতীয় দাবির প্রেক্ষিতে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছি। এরপর পুলিশের উপ-কমিশনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেওয়ায় বিকেল সাড়ে ৩টায় আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে খুবি শিক্ষার্থীর মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছে, অভিযোগটি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।