আমার ছেলে নির্দোষ, আসামির বাবা


Desk report | Published: 2021-12-08 23:30:26 BdST | Updated: 2024-10-14 04:00:09 BdST

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মিজানুর রহমানের বাবা মদুল আলী দাবি করেছেন তার ছেলে নির্দোষ।

তিনি বলেন, আমার ছেলে নির্দোষ। এখানে (বুয়েটে) আসামি হওয়ার জন্য ভর্তি করিনি। বিচারক রায় কী দেন তা আল্লাহই জানেন। এখানে সবাই আমাদের ছেলে।

বুধবার (৮ ডিসেম্বর) আলোচিত এ মামলায় রায় ঘোষণার আগে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন আসামি মিজানের বাবা।