জাবির ছাত্র ইউনিয়নের দুই নেতাকে পরীক্ষার সুযোগ দিতে নির্দেশ


Desk report | Published: 2024-03-25 21:32:31 BdST | Updated: 2024-09-12 21:53:49 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বহিষ্কার কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বহিষ্কার কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেয়া হয়েছে।

জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারের ঘটনাকে ‘নতুন কালো অধ্যায়’ আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে সাহসী ছাত্ররা যে সংগ্রাম গড়ে তোলে, সেটিকে দমন করতে যে দেয়ালে ধর্ষকের বিরুদ্ধে আগে লেখা হয়েছিল, সেটা মুছে দিয়ে বঙ্গবন্ধুর নামকাওয়াস্তে ছবি এঁকে তারা (ছাত্রলীগ) মনে করেছিল, সেখানে আর কেউ লিখবে না। সেখানে দেয়াললিখন করায় দুজন ছাত্রকে বহিষ্কার করা হলো। বঙ্গবন্ধুকে অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা।