ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত


Desk report | Published: 2022-06-09 02:08:02 BdST | Updated: 2024-03-19 14:19:29 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ার পর তাকে অব্যাহতি দেয় ঢাবি প্রশাসন।

বুধবার (৮ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

খন্দকার মোশতাকের প্রতি 'শ্রদ্ধা' জানালেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতিখন্দকার মোশতাকের প্রতি 'শ্রদ্ধা' জানালেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি
গত ২০ এপ্রিল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়।

এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

//