অমর একুশে বইমেলা-২০২২ এ প্রকাশিত হয়েছে ঢাবি শিক্ষার্থী মাহাবুব আলমের প্রথম একক কাব্যগ্রন্থ ‘নব জাগরণ’। বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে ‘নব জাগরণ’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড.নাজনীন ইসলাম, অধ্যাপক ড. মমতাজ জাহান, সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সহযোগী অধ্যাপক আবু হোসাইন মুহাম্মদ আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গ্রন্থটিতে মোট ৫৫টি কবিতা স্থান পেয়েছে। এটি কবি মাহাবুবের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০২১ সালে তার যৌথ কাব্যগ্রন্থ ‘বন্ধুত্ব’ প্রকাশিত হয়।
বইটি অমর একুশে বইমেলার পাণ্ডুলিপি প্রকাশ স্টল (৫১০ও ৫১১ নং) ও রকমারি ডটকমে পাওয়া যাবে। গ্রন্থটির প্রচ্ছদ তেরী করেছেন মুহাম্মদ ইউসুফ। মূল্য ১৫০ টাকা।
এছাড়াও বইটি মাদারীপুর কলেজ সংলগ্ন ব্রাদার্স লাইব্রেরি, মাদারীপুর পুরান বাজার গ্রীন লাইব্রেরি, মাদারীপুর কুতুবখানা থেকেও সংগ্রহ করা যাবে।
নবজাগরণ কাব্য গ্রন্থে ক্ষুধা মুক্ত পৃথিবী, শোষন মুক্ত সমাজ,মানবতা আর উদারতার সাথে ধর্মীয় মূল্যবোধের নিপুণ সংযোজন করেছেন কবি।
‘নব জাগরণ’ কাব্যগ্রন্থ সম্পর্কে মাহাবুব আলম বলেন, দেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মানবতা, নারীর অবদান, ইসলামের মাহাত্ম্য, নবী প্রেম, ভালোবাসা ও বিরহ, বাবা -মায়ের প্রতি ভালোবাসা, শিক্ষকের মর্যাদা, শিশুদের স্নেহ-মমতা, আত্ম-জিজ্ঞাসার মরমি কবিতা ও অনুবাদ সাহিত্য প্রভৃতির স্থান পেয়েছে এই গ্রন্থে যা পাঠকের হৃদয়ে বহুমাত্রিক নব জাগরণের অনুভূতির সঞ্চারণ করবে বলে আশা করি।
তিনি বলেন,আমি এই বইয়ের মাধ্যমে একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমরা যাতে আমি থেকে আমরা এবং আমরা থেকে আমাদের হয়ে উঠি। যেখানে নারীর সম্মান বজায় থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। কোন ভেদাভেদ থাকবে না।
মাহাবুব আলমের জন্ম মাদারীপুর জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের নাওটানা গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশ হয়।বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় তার কলাম, গল্প ও প্রবন্ধ প্রকাশ হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।