কাব্যগ্রন্থ 'নিগুঢ়ের বার্তা'র মোড়ক উন্মোচন


Dhaka | Published: 2023-02-27 19:17:16 BdST | Updated: 2024-12-11 00:40:38 BdST

দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত অঞ্চল বোরহানউদ্দিনের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী মোঃ মহিবউল্যাহ তামিম রচিত 'নিগুঢ়ের বার্তা' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।

'অমর একুশে বইমেলা-২০২৩' এ প্রকাশিত এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ সামাদ। মোড়ক উন্মোচন কালে ড. মুহাম্মদ সামাদ বইয়ের লেখক মোঃ মহিবউল্যাহ তামিমের কবিতা থেকে আবৃত্তি করেন ও প্রশংসা বাক্যে লেখকের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

কবি মহিবউল্যাহ তামিম জানান তাঁর প্রিয় শিক্ষক ও কাব্যচর্চার প্রেরণা ড. মুহাম্মদ সামাদের উপস্থিতি ও আশীর্বাদে তিনি অত্যন্ত আনন্দিত, আপ্লূত, অনুপ্রাণিত ও ধন্য হয়েছেন। কাব্য জগতে নবাগত এই কবি, মোঃ মহিবউল্যাহ তামিম, তাঁর জন্য সকলের দোয়া, ভালোবাসা ও উৎসাহ কামনা করেছেন। "নিগুঢ়ের বার্তা" নামে প্রকাশিত তাঁর এই কাব্যগ্রন্থটিতে যেমন স্থান পেয়েছে প্রেম ও বিরহ, তেমনি স্থান পেয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, রাজনীতি, সমাজ সচেতনতা ও মা-মাটির প্রতি ভালোবাসা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে ছিন্নপত্র প্রকাশনের ১৪৯ নং স্টলে।