বইমেলায় আয়মান সাদিকের 'নেভার স্টপ লার্নিং'


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-05 06:19:19 BdST | Updated: 2024-04-26 18:05:34 BdST

শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। আসতে শুরু করেছে নতুন বই। রোববার মেলার চতুর্থ দিনে গ্রন্থমেলায় এসেছে ১১১টি নতুন বই।

এবারের বইমেলায় এসেছে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ রাণীর ‘দ্য কুইন্স ইয়াং লিডারস এ্যাওয়ার্ড’ প্রাপ্ত আয়মান সাদিকের বই 'নেভার স্টপ লার্নিং'। 

আয়মান সাদিক জানান, অনেকদিনের পরিকল্পনা ছিল একটা বই লিখার! শেষ পর্যন্ত কাজের পরিসমাপ্তি হয়েছে। 'নেভার স্টপ লার্নিং' বইটি তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যা বইমেলার প্যাভিলিয়ন ১২তে পাওয়া যাচ্ছে।  

তিনি বলেন, ''আমি শনিবার ৪টা থেকে এবং রবিবার ৩টা থেকে ৫টা পর্যন্ত প্যাভিলিয়ন ১২তে ছিলাম। ভালোই সাড়া পাচ্ছি।মূলত আমি যে ভিডিওগুলো বানাই তারই একটা নির্যাস আছে বইটিতে। প্রতিটি মানুষের জীবনে অনুপ্রেরণা খুব বেশি জরুরি। তাই, শুধু অনলাইন নয় বরং বাসায় লিখিত ভাবেও যেন মানুষ অনুপ্রেরণামূলক একটা বই পায়, সে ধারণা থেকেই বইটি লেখা''। 

আয়মানের বক্তব্য শুনুন এখানে 

 

বিডিবিএস