বিটেক শিক্ষার্থী মাসুম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন


রেদোয়ান হোসেন | Published: 2017-08-07 23:23:08 BdST | Updated: 2024-05-13 03:39:30 BdST

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাসুম সরকারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাস চত্ত্বরে সোসাইটি ফর বিটেক স্টুডেন্টস এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে।

মানববন্ধনে বক্তারা মাসুম হত্যার দুই মাস অতিবাহিত হলেও অধিকাংশ হত্যাকারী এখনো ধরাছোয়াঁর বাহিরে থাকায় হতাশ প্রকাশ করেন। মূল হত্যাকারীসহ সকল হোতাদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ, প্রমিজ, আশরাফুল , সোলেমান, আখতার,রনি প্রমুখ।

প্রসঙ্গত গত ৪ জুন ক্যাম্পাসে কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুম সরকার নিহত ও আশরাফুল গুরতর আহত হয়। ঘটনার পরদিন আশরাফুলের বাবা বাদী হয়ে টাঙ্গালের কালীহাতি থানায় ২১ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ প্রশাসন দুইজন আসামী গ্রেফতারে সক্ষম হয়।

টিআর/ ০৭ আগস্ট ২০১৭