ইফতার পার্টি নিষেধাজ্ঞার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল


Arafat Alam | Published: 2024-03-12 21:17:34 BdST | Updated: 2024-04-29 03:09:28 BdST

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা-ইউনেস্কো স্বীকৃত বিশ্বের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হলো ইফতার। আর এই ইফতার নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হলো দেশের দুই স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার পার্টি করার নিষেধাজ্ঞার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। ক্যম্পাসের ধর্মপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের সমাগম বিক্ষোভ সমাবেশটিকে করে তোলে প্রাণবন্ত। ওইখানে আয়োজকগন তাদের ক্ষোভ প্রকাশ করেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের রমাদান মাসের জন্য দিনের বেলা উন্মুক্ত খাবার বিক্রি না করার অনুরোধ করেন।

বিক্ষোভ মিছিলটি দুপুর দুইটায় শুরু হয়ে ক্যম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত থাকা ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন - রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও আনন্দময় একটি অংশ ইফতার। কখনো ভাবিনি মুসলিম প্রধান এই দেশে ইফতার নিয়ে কোন নিষেধাজ্ঞা পেতে হবে। কিন্তু দুর্ভাগ্যের আর আফসোসের বিষয় সরকার ধর্মিয় স্বাধিনতা নিশ্চিত করার কথা কিন্তু খবরে দেখছি এই নিষেধাজ্ঞার আদেশ সরকার প্রধান থেকেই জন্ম।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১১-মার্চ) শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাব-রেজিষ্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি ক্যম্পাসে কোন প্রকার ইফতার পার্টি আয়োজন করতে নিষেধ করেছেন। তিনি বলেন এই নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর আদেশের প্রেক্ষিতে দেয়া হয়েছে।

একইদিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার এ নির্দেশনা-সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে পাঠানো হয়।

যেখানে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাড়া ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।

একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, এটা নির্দেশনা বা নিষেধাজ্ঞা নয়, এটা অনুরোধ। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অনুরোধ সবাইকে করা হয়েছে।

দুই বিশ্ববিদ্যালয়েই বিষয়টিকে আদেশ না বলে অনুরোধ বলতে চাচ্ছেন।তবে বিজ্ঞপ্তির ধরন অনুযায়ী এর মধ্যে অনুরোধের ছাপ পাওয়া যায় না। আদেশ ই প্রকাশ পায়।